কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে তানজিব ও বায়েজিদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ৮বছর বয়সী তানজিব উপজেলার টান গাবতলী এলাকার আব্দুল লতিফের ছেলে ও ৭বছর বয়সী বায়েজিদ উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। বায়েজিদ গত শুক্রবার গাবতলী এলাকায় তার নানার
আরও পড়ুন: নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ৭
বাড়িতে বেড়াতে আসেন। এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তানজিব ইসলাম ও বায়োজিদ বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন
আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে তাদের খোঁজাখুজি করে। কিছু সময় পর ওই পুকুর থেকে তানজিব ইসলাম ও বায়েজিদের মরদেহ তুলে আনা হয়। দুই শিশুর
আরও পড়ুন: আদালতের রায় না মেনে বসতভিটা দখল শ্রীনগরে
মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন
রায়হান চৌধুরী রায়হান জানান, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।





