ডিম বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুতগতির পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) ভোর রাতে মমতা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ীর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে ও চালক শিপন আলী (৪০) এবং বাগেরহাট জেলার কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে শেখ মুহাম্মদ আসলাম (৫৫)।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, ভোররাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ডিম বোঝাই পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। পিকআপভ্যানটি আনালিয়াবাড়ীর ৯ নম্বর ব্রিজের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়।
তিনি আরো জানান, উদ্ধার শেষে মরদেহ ও ক্ষতিগ্রস্থ গাড়ি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১