নিহত সাঈদের পোস্ট
‘যদি আজ শহীদ হই, আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন’
শহীদ হলে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নিজের লাশ দাফন না করার দাবি জানিয়েছিলেন রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত শিক্ষার্থী আবু সাঈদ।
সোমবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে আবু সাঈদ লিখেছিলেন, "যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা-বাবা গ্রহণ করবে না।"
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বেরোবির কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে আবু সাঈদ নিহত হন। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও





