সিলেটে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Any Akter
সিলেট সংবাদদাতা
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৪ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক আওয়ামীলীগ নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) নিজ গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার উপর হামলা হয়।

খুন হওয়া মনিরুজ্জামান লিলু (৪৮) উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

মনিরুজ্জামান লিলুর ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে রওয়ানা দেন। পথিমধ্যে  বাড়ির রাস্তায় অটোরিকশাযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ টিম। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।