ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত সরাইল চুনটায় মন্দিরে দুর্ধর্ষ চুরি

Abid Rayhan Jaki
সঞ্জীব ভট্টাচার্য্য ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৪ | আপডেট: ৩:২৭ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে অবস্থিত শ্রীশ্রী দক্ষীনেশ্বরী কালী মন্দির ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির দুটিতে চুরির ঘটনা ঘটেছে।

ধারনা করা হচ্ছে বুধবার রাত ৮ টার পর বৃহস্পতিবার ভোর ৫ টার মধ্যে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

এব্যাপারে তগকাল বিকালে অজ্ঞাতনামা চোরদের আসামী করে সরাইল থানায় একটি এজাহার দায়ের করেছে মন্দির কমিটির সাধারন সম্পাদক কালীপদ দেব গুপ্ত। এজাহারে উল্লেখ করা হয় বুধবার রাত ৮ টায় মন্দিরের সেবায়েত প্রনতী চক্রবর্ত্তী পূজা শেষ করে  মন্দিরের গেইটে তালা দিয়ে বাড়ি চলে যান, নিত্যদিনের মতই পরদির ভোরে যখন মন্দিরে পূজা দেয়ার জন্য আসেন তখনই চোখে পরে গেইটের তালা ভেঙ্গা ও সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায় গেইটও খোলা,তাতেই সেবায়েত আর্তচিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এসে জড়ো হয়।অভিযোগ করা হয় কালীমাতা ও লোকনাথ ব্রহ্মচারীর গায়ে থাকা স্বর্নালক্ষার ও তামা কাঁসার আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুন্টার ইউনিয়ন চেয়ারম্যন,সরাইল থানা পুলিশ ও হিন্দু নেতৃবৃন্দ। 

এব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা বলেন মন্দির কমিটির একটি অভিযোগ পেয়েছি, তদ্ন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১