মাগুরায় জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত
অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী, ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মাগুরায় জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌরঙ্গী মোড়, ভায়নার মোড়, ঢাকার রোড প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক নোমানী ময়দানে এসে শেষ হয়।
আরও পড়ুন: কাপাসিয়ায় আড়াই হাজার ফুলকপি কেটে দিয়েছে দুর্বৃত্তরা, কেমন শত্রুতা!
সম্প্রীতি সমাবেশ ও গণমিছিলের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীরে কেন্দ্রীয় সদস্য ও মাগুরা জেলার শাখার আমীর অধ্যাপক এম বি বাকের।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার অফিস সেক্রেটারি খায়রুল ইসলাম, শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার অন্যতম সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান, শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার অন্যতম সহকারী সেক্রেটারি আব্দুল গফফার ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির লিয়াকত আলি। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা- উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নোয়াখালী-৫: ফখরুল ইসলামের পক্ষে বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধতা প্রকাশ





