চিত্রাংকন শিল্পী অ্যাডভোকেট মিনা সহকারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োজিত হলেন
অন্তর্বর্তী কালীন সরকারের সদ্য-নিয়োগ প্রাপ্ত এডভোকেট-মিনা বেগম (মিনি) সহকারি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ জন্মভূমি সকাল১১টা৩০মিনিটে , নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ায় শুভাগমন ঘটে, উল্লেখ্য যে তিনি শুধু আইন পেশায় নিজের জীবনকে সীমাবদ্ধতায় রাখেননি, রং তুলির ছোঁয়ায় তিনি প্রকৃতিতে সাঁজিয়েছেন সাদা কাগজের ক্যানভাসে ,
আবার কখনো মঞ্চে সঞ্জীব ভট্টাচার্যের নির্দেশনায় অভিনয় করেও দর্শক মাতিয়েছেন একইভাবে। এই বহুগুণ সমৃদ্ধ শিল্পী ও আইনজীবী কে
আরও পড়ুন: বগুড়ায় বিড়ালকে কুপিয়ে হত্যা থানায় জিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যপাড়া (বসাক) পাড়ার মহল্লাবাসীর উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয় তাকে,
ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যবসায়ী মোঃ হাজী জাহের মিয়ার কৃতি কন্যা, এলাকাবাসী সহ ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে আশ্বস্ত করেন যে আমি আপনাদের সেবায় নিজেকে যেন আগামীতে নিয়োজিত রাখতে পারি এই দোয়া এবং আশীর্বাদ কামনা করেন এলাকাবাসীর কাছে।
আরও পড়ুন: আমি গণতন্ত্রের জন্য শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি: কাজী মনিরুজ্জামান মনির





