পটুয়াখালীতে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Any Akter
অপূর্ব সরকার, পটুয়াখালী
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৪ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নবাগত বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোতাচ্ছের বিল্লাহ বলেন, "হোস্টেল সমস্যাটি এখন বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

পায়রা বন্দর নিয়ে লেফটেন্যান্ট কমান্ডার রঈম জারীফ বলেন, ভূমি অধিগ্রহণের কারণে প্রতিবছর প্রায় ৩ কোটি টাকা ভূমি উন্নয়ন কর দিতে হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন মামলার কারণে উন্নয়ন প্রকল্পগুলো বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যাগুলোর দ্রুত সমাধান জরুরি।

প্রেসক্লাব সভাপতি সোহরাব হোসেন বলেন, পটুয়াখালীর প্রধান সড়কটি সরু হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি দ্রুত প্রশস্ত করার প্রয়োজন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

জবাবে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার জানান, ৪ লেন সড়ক প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এটি দ্রুত শেষ করার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।  "জেলার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।" তিনি আরও বলেন, উঠে আসা বিভিন্ন সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, বিভাগীয় কমিশনার মহোদয়ের দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের কাজের আগ্রহ ও দক্ষতা বাড়াচ্ছে। যেকোনো সমস্যায় তাঁর সহযোগিতা আমরা পাচ্ছি।

সভা শেষে জেলা প্রশাসক আগামী শনিবার ১৫ আগস্টের শহীদদের স্মরণে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।