কিশোরগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার, আটক ১
কিশোরগঞ্জে এক শিশু হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। জেলার ভৈরব উপজেলার পঞ্চবটী এলাকায় নিখোঁজের ৮ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরের ওয়্যারড্রব পুলিশ থেকে ৩ বছরের শিশুটির মরদেহ উদ্ধার করেছে। নিহত শিশু সাহাল (৩) পঞ্চবটি এলাকার প্রবাসী বাবুল মিয়ার ছেলে।
এ ঘটনায় ভাড়াটিয়া প্রতিবেশী হাছানকে (৪০) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে।
আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদকে বহিষ্কার
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন জানান, গতকাল সোমবার বিকেলে শিশু সাহাল নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে, রাত দেড়টার দিকে পুলিশ প্রতিবেশী হাছানের ঘরে তল্লাশি চালিয়ে কাপড় রাখার ওয়্যারড্রবের ভিতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের গলায় একটি সাদা রশি পেঁচানো ছিলো।
ওসি আরও জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানতে আটককৃত প্রতিবেশী হাছানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান, প্রত্যাহার করলেন মনোনয়ন
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ শাহীন।





