নানা কর্মসূচিতে নীলফামারীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

Sanchoy Biswas
নীলফামারী সংবাদদাতা
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৫:২৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে নীলফামারীতে বুধবার জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নীলফামারী সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন নীলফামারী সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আখম আলমগির সরকার ও মুখ্য আলোচক হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। অন্যান্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক বক্তব্য দেন। এর আগে বনার্ঢ্য এক র‌্যালি গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

নীলফামারী সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সহিদুল হক জানান, রচনা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ৩৫জনকে পুরস্কার ও সদন পত্র প্রদান করা হয়।