হবিগঞ্জে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর

হবিগঞ্জের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের ঘটনা ঘটেছে। হবিগঞ্জ ও নবীগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গানের তালেতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এনামুল হক সাকিবের নেতৃত্বে ছাত্র-জনতা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে। এ সময় তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এনামুল হক সাকিব বলেন, ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখা হবেনা। ছাত্রদের উদ্দেশ্যে কথা বলে শেখ হাসিনা দুঃসাহস দেখিয়েছেন। দেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারকে চায় না। বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের কোনো ঠাঁই নাই। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
অপরদিকে নবীগঞ্জ-শেরপুর সড়কে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে যুবদল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে প্রায় যুবদল ও ছাত্রদলের ৩০/৪০ জনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা নবীগঞ্জ-শেরপুর সড়কস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভাঙচুর করে।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১