সাতকানিয়ায় খাট কিনে ওসি বলল ব্যবসা করলে চাঁদা দিতে হবে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খানের বিরুদ্ধে ফার্নিচারের দোকান থেকে চল্লিশ হাজার টাকা মূল্যের খাট কিনে টাকা না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

চট্টগ্রামের ডিআইজি ও পুলিশ সুপার বরাবরে এক ফার্নিচার ব্যবসায়ীর আবেদনে জানা যায়, ওছি মোস্তফা কামাল খান ওই থানায় যোগদান করেই এক দারোগাকে দিয়ে চল্লিশ হাজার টাকা দামের খাট কিনে নেন। তিন মাসেও এর মূল্য পরিশোধ করেননি তিনি। টাকা চাইলেই বলেন এলাকায় ব্যবসা করলে ওসিকে চাঁদা দিতে হবে। এমনকি ব্যবসায়ীকে নানান ধরনের ভয়ভীতিও দেখান।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

অভিযোগের মধ্যে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর, সাবেক এস.আই শাহারিনের মাধ্যমে অফিসার ইনচার্জ মোস্তফা কামাল খান একটি খাটের অর্ডার দেন, যার মূল্য ছিল ৪০,০০০/- টাকা। ঐ দিনই খাটের মূল্য এবং ভ্যান ভাড়া মিলে মোট ৪০,৫৫০/- টাকা চূড়ান্ত হয়, তবে খাটটি প্রস্তুত করার পর অফিসার ইনচার্জ পেমেন্ট দিতে বিলম্ব করেন। খাটটি ২ অক্টোবর ২০২৪ তারিখে তার সরকারি বাসভবনে ডেলিভারি দেওয়া হয়।

আবেদকের দাবি অনুযায়ী, অফিসার ইনচার্জ পেমেন্ট দিতে অস্বীকৃতি জানিয়ে তাকে বিভিন্ন সময় আসতে বলেন, অথচ প্রতিবার নতুন করে তার টাকা দেওয়ার বিষয়ে এড়িয়ে যান। অফিসার ইনচার্জ আবেদককে উগ্রভাবে হুমকি দেন এবং তাকে মারধরের চেষ্টা করেন। এরপর, আবেদক স্থানীয়দের পরামর্শে চট্টগ্রাম রেঞ্চের ডি.আই.জি এর সাথে যোগাযোগ করলে, তিনি বিষয়টির আপোষের পরামর্শ দেন। তবে, আবেদক জানিয়েছেন যে, উক্ত অফিসার ইনচার্জের সাথে কথা বলার জন্য তার প্রাণনাশের শঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও

এছাড়া, বর্তমানে দোকানের মালিক আবেদকের থেকে ৪০,৫৫০/- টাকা দাবি করছেন, যা তার পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। আবেদকের আবেদন, এই পরিস্থিতিতে, তিনি অফিসার ইনচার্জ মোস্তফা কামাল খানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

শাহবাগে প্রাথমিকের শিক্ষকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু