ট্রলারসহ ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:৪৭ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বাংলাদেশি আরও ১৯ জেলেসহ চারটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২০০ বছরের পুরোনো কাইকারটেক হাট

আরাকান আর্মির হাতে আটক জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার, মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আব্দুল রহমান (১৯), মো. আ. কালাম আহমেদ   (২৯), মো. লাইল্যা (১১), মো. কবির আহমেদ (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুতফর রহমান (২৩), রহিম উল্লাহ (২১)। বাকি ৯ জেলের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার বলেন, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের ১০ জেলেকে নাফনদীর ঘোলারচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলারসহ আটক করে নিয়ে গেছে। তবে নির্দিষ্টভাবে জানা যায়নি কোন সীমান্তের অংশ থেকে জেলেদের ধরে নিয়ে গেছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে সেনা-পুলিশের যৌথ অভিযানে গাঁজা ও ইয়ার গানসহ যুবক আটক

টেকনাফ কায়ুকখালীর জেলে নুর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার সকালে পৌরসভার কাইয়ুখখালী ঘাটের ২টি বোটের বাঙ্গালী, রোহিঙ্গাসহ  ৯ জনকে নাইক্ষ্যংদিয়া থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। 

এর আগে ৪ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এ ঘটনার ১০ দিন পার হলেও এখনও ছাড়া পাননি তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,  জানতে পেরেছি আরাকান আর্মি নাফনদীর দুটি পয়েন্ট দিয়ে ১৯ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছেন। তাদের ফেরত আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বাকি যারা আটক রয়েছেন সবাইকে ফেরত আনা হবে।