ডিবি পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশির নামে লুট, এনএসআইয়ের ফিল্ড স্টাফসহ গ্রেফতার ৪

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:১৩ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচয়ে এক বাড়িতে ঢুকে তল্লাশির নামে লুটপাটের ঘটনায় এনএসআইয়ের একজন ফিল্ড স্টাফসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার খড়রিয়া চরপাড়া এলাকার সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতারদের মধ্যে এনএসআইয়ের ফিল্ড স্টাফ মো. ইয়াছিন হোসেন , আরিফুজ্জামান , সোহাগ মোল্লা  এবং শাহরিয়ার জামান শশী  রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইয়াছিন হোসেনের নেতৃত্বে চারজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে প্রবেশ করেন। তারা সৌমেন্দ্রনাথকে বলেন যে, তার বাড়িতে অবৈধ মালামাল রয়েছে, এবং এ অজুহাতে তারা তল্লাশি শুরু করেন। তল্লাশির সময় তারা সৌমেন্দ্রনাথকে ভয়ভীতি দেখিয়ে তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান।

আরও পড়ুন: স্মার্ট বৈশ্বিক কমিউনিটি গঠনে আইএসডি-তে 'ভয়েস অব চেইঞ্জ’ শীর্ষক প্যানেল আলোচনা

এদিকে, বাড়ির আশেপাশে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দেন। পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান দ্রুত ঘটনা স্থলে পৌঁছে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি সোনার চেইন, একজোড়া কানের দুল, একজোড়া কানের দুলের টানা সহ ২ ভরি ২ আনা ২ রতি সোনা, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা, এবং নগদ ১ লাখ ১১ হাজার টাকা।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম এই ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, এরা তল্লাশির নামে এক ধরনের দস্যুতা করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ায় ৫০৮ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, সশস্ত্র ও প্রভাবশালী সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে এমন অপরাধ ঘটানোর ঘটনা এলাকায় আতঙ্ক তৈরি করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তারা আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।