শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামির আয়োজনে ‘কর্মী সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত

Sanchoy Biswas
শ্যামনগর উপজেলা সংবাদদাতা
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামির আয়োজনে ‘কর্মী সম্মেলন ২০২৫’ দুইটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৫শে ফেব্রুয়ারি রোববার সকাল নয়টায় জামায়াতে ইসলামির মহিলা বিভাগের মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠান শুরু হয় এবং দুপুর ২টায় শুরু হয় পুরুষদের কর্মী সম্মেলন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি। মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, ঠিম সদস্য, খুলনা অঞ্চল। অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল, জেলা আমীর সাতক্ষীরা। গাজী নজরুল ইসলাম সাবেক এম,পি ও জেলা কর্মপরিষদ সদস্য। এবং সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা আমীর জনাব মাওলানা আবদুর রহমান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীল সহ হিন্দু বিভাগের শ্রী সন্দীপ কুমার। 

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

অনুষ্ঠানে বক্তারা বলেন, এদেশে ইসলামি শাসন প্রতিষ্ঠাসহ দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সমাজ এবং দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামির বিকল্প নেই। পাশাপাশি এদেশে তৃতীয় শক্তি উত্থানের আশা প্রকাশ করেন। এছাড়াও আগামী সংসদ নির্বাচনের জন্য সংগঠনের সকল কর্মী ও সমর্থকদের নিরলসভাবে কাজ করার জন্য আহ্বান করে। যাতে অত্র আসনের নমিনির বিজয় সুনিশ্চিত হয়। 

এছাড়া প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্য বলেন, জামাতের নেতা কর্মীদের যারা মিথ্যা মামলা দিয়েছিলো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।  শাপলা চত্বরের নিরীহ আলেমদের হত্যার সঠিক তদন্ত করে দোষীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। সাথে পিলখানা হত্যার বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের সকল সহযোগীকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। এবং এ,কে, এম আজাহারুল ইসলামের মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেন আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের আমরা ক্ষমতায় বসিয়েছি জনগণ বসিয়েছে। এদাবি জনগণের দাবি। সাথে সাথে প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচন দেয়ার কথা বলেন। ৫ই আগস্ট শহিদ সকল পরিবারের একজন করে চাকরি প্রদান করতে হবে। তিনি সাতক্ষীরা ৪ আসনে সাবেক এম,পি জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামির প্রার্থী বলে ঘোষণা দেন।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের