লাখাইয়ে টমটমে যাত্রী ওঠা-নামা নিয়ে সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকার বাসিন্দাদের মধ্যে দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
আরও পড়ুন: ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫
স্থানীয়রা জানান, সোমবার ইফতারের আগে লাখাই উপজেলার বুল্লা বাজারে টমটমে যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে দাইরল এলাকার চালক মিলন মিয়া ও মাইজহাটির যাত্রী তৌহিদ তালুকদারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন।
প্রথম দফার সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
আরও পড়ুন: একাধিক চাঁদাবাজি মামলার পরও আশুলিয়ার বিএনপি নেতার হুমকি-ধমকি
আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।