গাজীপুরে শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ-চার ঘন্টা পর যান চলাচল

সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বুধবার সকালে ৮ টায় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা ওই অবরোধ সৃষ্টি করেছে। এত ওই মহাসড়কের উভয়দিনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে চলাচলকারীর।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৬টায় বাঘের বাজারে অবস্থিত গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনের সড়কে ওই কারখানার সুইং অপারেটর মোসা. জান্নাতি (৩২) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়। শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভ ঠেকাতে শ্রমিকের লাশ কারখানার ভেতরে রেখে দিয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) এর বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে কারখানার কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু ছুটি না দিয়ে তামান্নার পরিচয়পত্র পরিচয়পত্র রেখে কাজ থেকে বিদায় করে দেয়। পরে সে পরিচয় পত্র রেখেই বাড়ি ফিরে যায়। বুধবার ভোরে কারখানায় কাজে যাওয়ার সময় মহাসড়ক অতিক্রম করতে গেলে সাড়ে ৫ টার দিকে অটোরিকশা ও ট্রাকের চাপায় গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল ৮ টা থেকে মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলচাল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই মহাসড়কে চলাচলকারীরা।
সরেজমিনে দেখা গেছে, ক্ষুব্ধ শ্রমিকেরা হত্যার বিচারের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করেছেন । এতে ওই সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন স্থবির হয়ে পড়ে। কারখানার সামনের সড়কে লাঠিসোটা নিয়ে শতাধিক শ্রমিক অবস্থান নিয়েছেন। অপরদিকে কারখানার নিরাপত্তা কর্মী ছাড়া কর্মকর্তারা সবাই কারখানার ভেতরে অবস্থান করছেন। বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ নিরাপত্তা কর্মীদের বাঁধা অতিক্রম করে কারখানার ফটকের ভেতরে অবস্থান নিয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশের কিছু সদস্য কারখানার ফটকের ভেতরে অবস্থান নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।
আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে
গোল্ডেন রিফিট গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকদের একজন মেহেদী হাসান বলেন, সকাল ৬টায় কাজে যোগ দিতে এসেছিলেন জান্নাতি। এ সময় কারখানার সামনে অজ্ঞাত গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। এ হত্যার বিচার দাবিতে তারা সড়কে অবস্থান করছেন। একই কারখানার মো. মিজানুর রহমান নামের অপর শ্রমিক বলেন, এর আগেও এখানে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। জান্নাতি হত্যার ঘটনায় বিচার দাবি করেন তারা। এ প্রসঙ্গে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের জের ধরে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের বুঝয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করা হচ্ছে।