বাহুবলে ট্রাকচাপায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত

Sanchoy Biswas
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৫ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ দুজন।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮) ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫)। 

আহতরা হলেন-টাঙ্গাইলের আল মামুন (৬৫) ও বাহুবল উপজেলার মানিকা বাজারের মঞ্জুর উল্যার ছেলে অটোরিকশাচালক বাচ্চু মিয়া (৩০)। 

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাবলিগ জামাতের ১২ সদস্য উপজেলার চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে আদিত্যপুর জামে মসজিদে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা হন। তাদের মধ্যে তিনজনকে সবার আসবাবপত্র নিয়ে একটি অটোরিকশা দিয়ে পাঠানো হয়। এ সময় অটোরিকশাটি মহাসড়কের আদিত্যপুর পৌঁছলে রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন ও আহত হন আরও দুজন। 

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাহুবল মডেল থানা পুলিশ, বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে আছে।