প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সায়েম

নোয়াখালীতে প্রয়াত বিএনপি নেতা রফিকুল ইসলামের পরিবারের সাথে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেল’র সদস্য ব্যারিস্টার আবু সায়েম।
রোববার (৬ এপ্রিল) দলীয় নেতাকর্মীসহ মরহুমের পশ্চিম মাইজদীর শান্তিনগরের বাসায় যান তিনি।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
শনিবার হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন রফিকুল ইসলাম। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে যান তিনি। তার বয়স ছিল ৬৫। রফিকুল ইসলাম নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
ব্যারিস্টার সায়েম মরহুমের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানান। সকল প্রয়োজনে বিএনপি তাদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি প্রদান করেন ব্যারিস্টার সায়েম।