নরসিংদীতে অর্ধশতাতিক রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীতে অবৈধভাবে দখলে নিয়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করোর লক্ষ্যে অভিযান পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ের ভূ–সম্পত্তি বিভাগ।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে বটতলায় এ অভিযান চালানো হয়। এসময় বেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান পাঠ ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।
বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এপ্রেক্ষিতে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত অবৈধ স্থাপনা গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি এবং জে, এম শাখা) রাজীব দাশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্য বৃন্দ।