কাশিয়ানীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

Sanchoy Biswas
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৫ | আপডেট: ৫:৪১ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৫ জন দরিদ্র ও নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাছুর বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বকনা বাছুর বিতরণ করা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান প্রধান। 

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শুভঙ্কর দত্ত, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, সমবায় কর্মকর্তা মো. মোরাদ আলীসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা/কর্মচারী ও চাষী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, দেশীয় প্রজাতির মৎস্য পোনা নিধন ও কারেন্ট জাল থেকে বিরত থাকার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যারা নিবন্ধিত মৎস্যজীবী রয়েছে এই কার্যক্রমের মাধ্যমে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হবে।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে দরিদ্র ও নিবন্ধিত ৩৫ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।