টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন

Sanchoy Biswas
শফিকুজ্জামান খান, টাঙ্গাইল
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ২:৪০ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলে দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাকরাইল পশ্চিম পাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে সাইফুল আলম (৫০)। 

নিহতের পরিবারের সদস্যরা ও পুলিশ বলেন, সাইফুল আলম এক মাছ চাষীকে সাথে নিয়ে ভোর ৪ টার দিকে অটোযোগে হ্যাচারী থেকে মাছের পোনা আনার জন্য মির্জাপুরের উদ্দেশ্য রওনা হয়। পরে তারা মহাসড়কের ডুবাইল এলাকা পৌঁছালে তিন ছিনতাই মোটরসাইকেল নিয়ে তাদের অটো রিকশাটি গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের টাকা দিতে দেরি করায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ ছিনতাইকারীরা ২০ থেকে ৩০ হাজার ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়। ছুরিকাঘাতের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাইফুলের মৃত্যু হয়েছে। 

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১