কিশোরগঞ্জে ৫ হাজার চক্ষু রোগী পাবেন বিনামূল্যে চিকিৎসা

Sanchoy Biswas
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১৩ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জে বিনামূল্যে পাঁচ হাজার দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছে আন্তর্জাতিক সেবা সংস্থা আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার স্থানীয় একটি কলেজ মাঠে সপ্তাহব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন  হয়।

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে মদপানে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩ জন


প্রাথমিক পর্বে বিনামূল্যে রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ঔষধ ও চশমা প্রদান করা হবে এবং ছানি রোগীদের অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচন করা  হবে।

আরও পড়ুন: নুরাল পাগলার দরবারে হামলা-ভাঙচুর: সাড়ে ৩ হাজার পুলিশের মামলা

আয়োজকরা জানিয়েছেন, নির্বাচিত রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ আনুষাঙ্গিক সকল খরচ বহন করবে সংস্থাটি। এই ক্যাম্পে ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ মোট ১০০ জনের মেডিকেল টিম এ ক্যাম্পে সেবা প্রদান করছেন।


সপ্তাহব্যাপী ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি, মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মদ আবু সাঈদ, টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের, ব্যবস্থাপনায় ক্যাম্প ম্যানেজার ওবায়েদ উম জামান, তাসলিমা মেমোরিয়াল কলেজের চেয়ারম্যান হারুন অর রশিদ, সভাপতি সাজেদা চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিঃস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষকে চক্ষু সেবা প্রদান করে আসছে। ইতিমধ্যে সংস্থাটির নানামুখী প্রকল্পের মাধ্যমে ৫০ লাখেরও বেশি চক্ষু রোগী সেবা পেয়ে উপকৃত হয়েছেন।