কুমিল্লায় বজ্রপাতে ৪ জন নিহত

Any Akter
মাসুদ রানা, কুমিল্লা
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ৮:১৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে এবং মুরাদনগরের কোরবানপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। 

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত, লোকসানের মুখে ব্যবসায়ীরা

জানা যায়, নিহত দুই শিক্ষার্থী বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান,  দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন: জিম্মি করে মুক্তিপন আদয়ের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৫

নিহত কিশোর দুজন হলেন পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন(১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতিন সায়মন হোসেন (১৩)। 

এদিকে মুরাদনগরের কোরবানপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।