সাভারে মেট্রো রেলের ডিপোর জমিতে অবৈধ বাসা বাড়িতে উচ্ছেদ অভিযান
সাভারে মেট্রো রেলের ডিপোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৬মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলার হেমায়েতপুরের যাদুরচর এলাকায় মেট্রোরেল ডিপোতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।

আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, যাদুরচর এলাকায় সরকার মেট্রোরেল ডিপোতে শত শত বিঘা জমি অধিগ্রহণ করেন। পরে কয়েকটি পরিবারের জায়গা অধিগ্রহণ করা হলেও ওই জমিতে থাকা বসত বাড়ির মালিকরা জমি থেকে বাড়ি সড়িয়ে নেননি। একাধিক বার তাদেরকে নোটিশ প্রদান করা হলেও তারা গায়ের জোরে সেখানে বসবাস করে আসছিলো। পরে সেখানে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ বাসা বাড়ি ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এসময় সেখানে মেট্রোরেলের জমিতে জালালাবাদ মেটাল কারখানার মূল গেটসহ কিছু অংশ ভেঙে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে এসময় মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, অর্ধশতাধিক আহত





