ভাঙা রাস্তায় অতিরিক্ত ঝাঁকুনি, অটোরিকশায় জন্ম নিলো নবজাতক

হঠাৎ রাস্তায় শিশুর কান্না শোনে চমকে যান পথচারীরা। আশপাশের লোকজন ছুটে যান। সেখানে গিয়ে দেখেন মায়ের গর্ভের সন্তান ব্যাটারিচালিত অটোরিকশায় গর্ভপাত হয়েছে ।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০ ঘটিকায় এমন ঘটনা ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ি রাস্তার কাকনহাঁটি গ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরি গ্রামের বাসিন্দা মাওলানা আবু তাহেরের স্ত্রী সাদিয়া আক্তারের বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে প্রসব ব্যাথা উঠে। তখন স্বজনরা তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য অটোরিকশায় করে পাঠান।
ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ি রাস্তাটি ভাঙা হওয়ার ফলে অটোরিকশায় অতিরিক্ত ঝাঁকুনি লাগে।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
প্রত্যক্ষদর্শীরা জানায়, মূলত ভাঙা রাস্তার কারণে হাসপাতালে যাওয়ার আগেই ফুটফুটে শিশুটি মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে।
প্রসূতি মা সাদিয়া আক্তার জানান, রাস্তার একেকটা ভাঙা গর্ত আমার নিকট কয়েকটা পাহাড়-পর্বত অতিক্রমের চেয়েও বেশি কষ্ট হয়েছে, আপনারা পত্রিকায় লিখে রাস্তাটা ঠিক করান! ভাঙা রাস্তা গর্ভবতী মায়ের জন্য কতটা কষ্টের, সেটা ঐ মা ছাড়া কাউকে বোঝানো যাবে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওইফ অনামিকা দাস জানান , নবজাতক ও মা সকাল ১০টা ১৫ মিনিটের দিকে হাসপাতালে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা রাস্তায় অতিরিক্ত ঝাঁকুনির ফলেই এমনটা হতে পারে বলে জানান তিনি। মা ও নবজাতক সুস্থ রয়েছেন। দুপুর দেড়টার দিকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।
সন্ধ্যার দিকে যোগাযোগ করা হলে শিশুর বাবা মাওলানা আবু তাহের জানান, শিশু ও তার মা সুস্থ আছে। আমরা শিশুর এখনো নাম রাখিনি।