চুয়াডাঙ্গায় টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, কোথাও স্বস্তি নেই

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ১১ মে ২০২৫ | আপডেট: ১০:২১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা ৪র্থ দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। কয়েক দিনের মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহের পর আবারো রবিবার জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। গরমে হাঁসফাঁস অবস্থা চারদিকে, কোথাও স্বস্তি নেই।

টানা তাপদাহের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। কাজের সন্ধানে বের হয়েও কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন। ভ্যানচালক, ইজিবাইক চালক রিকশাচালক ও দিনমজুররা দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজনীয় কাজও পাচ্ছেন না, ভাড়াও হচ্ছে না। তারা গাছের নিচে বসে অলস সময় পার করছেন। অনেক পথচারী তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে শরবত ও ফলের দোকানে ভিড় করছেন। 

আরও পড়ুন: সুনামগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে অঝোরে কাঁদলেন বিএনপি প্রার্থী আনিসুল হক

শহরের চৌরাস্তা মোড়ের ভ্যানচালক রমজান আলীর সাথে কথা হয়। তিনি বলেন, তাপ আর গরমে অস্বস্তি লাগছে। কিছুক্ষণ ভাড়া মারার পর আবার ছায়ায় বিশ্রাম নিতে হচ্ছে।

এদিকে, কৃষকরা বলছেন, ফসলের জমিতে সকালে সেচ দিলে বিকালে শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে অনেক মাট ফেটে চৌঁচির হয়ে যাচ্ছে। অতিরিক্ত তাপের কারণে ফসল শুকিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: শরীয়তপুর ১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রবিবার বিকাল ৩ টায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা। সকাল থেকেই আকাশ মেঘমুক্ত-পরিষ্কার। কয়েকদিন ধরে বৃষ্টির দেখা নেই এবং পশ্চিম থেকে গরম হাওয়া প্রবেশ করায় তাপমাত্রা বেড়ে গেছে। 

এদিকে তাপ প্রবাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।