বানিয়াচংয়ে বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ নিধন
বানিয়াচংয়ে বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত দোয়াখানী মহল্লায় অবস্থিত সরকারি পুকুরে এঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দোয়াখানী সরকারি পুকুরটি লীজ নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন দোয়াখানী মহল্লার আব্দুল খালিক মিয়া ছেলে ৩ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
এলাকাবাসী দেখতে পান পুকুরে মাছ মরে ভেসে উঠছে। এ খবর পেয়ে শরীফ উদ্দিন পুকুরে গিয়ে এর সত্যতা পান। পূর্ব শত্রুতার জেরে কোনো দূর্বৃত্ত বিষ প্রয়োগ করে এ ক্ষতি সাধন করতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।
এ ব্যাপারে লীজ গ্রহিতার ছোট ভাই শমসের আলী জানান, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে বা যারাই আমাদের এত বড় ক্ষতি করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও





