ভূমিকম্প আতঙ্কের মাঝে আলোচিত পাঁচ চলচ্চিত্র
ছুটির দিনের সকালে ভয়াবহ আতঙ্ক নিয়ে দিন শুরু করেছে দেশের মানুষ। রাজধানীসহ বিভিন্ন স্থানে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ৬ জনের মৃত্যু ও শতাধিক মানুষ আহত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। বিভিন্ন এলাকায় দেয়াল ধস ও ফাটল সৃষ্টি হয়।
আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার
এমন সময়ে অনেকের অজানা—বিশ্বজুড়ে ভূমিকম্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। সেসকল রোমহর্ষক ও বাস্তবধর্মী চলচ্চিত্র দর্শকদের সামনে ফুটিয়ে তুলেছে প্রকৃতির প্রকোপ এবং মানুষের বাঁচার সংগ্রাম। চলুন দেখে নেওয়া যাক এমন পাঁচটি আলোচিত ভূমিকম্পভিত্তিক ছবির গল্প—
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান
১. স্যান অ্যানড্রেস (San Andreas) – ২০১৫
ডোয়াইন জনসন অভিনীত হলিউডের এই ব্লকবাস্টার ছবিটি নির্মিত হয়েছে ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর ‘স্যান অ্যানড্রেস ফল্ট’কে কেন্দ্র করে। ৯ মাত্রার ভূমিকম্পে ক্যালিফোর্নিয়া লণ্ডভণ্ড হয়ে যায়। একজন রেসকিউ পাইলট তার মেয়েকে উদ্ধারে ধ্বংসস্তূপ পেরিয়ে এগিয়ে যান—যা এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা তৈরি করে দর্শকদের জন্য।
২. দ্য ইম্পসিবল (The Impossible) – ২০১২
২০০৪ সালের ভয়াবহ সুনামির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি থাইল্যান্ডে ছুটিতে যাওয়া একটি পরিবারের করুণ অভিজ্ঞতা তুলে ধরে। বেঁচে থাকার সংগ্রাম ও পরিবারের সদস্যদের পুনর্মিলনের গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। এতে অভিনয় করেছেন নাওমি ওয়াটস ও ইউয়ান ম্যাকগ্রেগর।
৩. আফটারশক (Aftershock) – ২০১২
চিলির একটি নাইটক্লাবে ভূমিকম্প আঘাত হানা পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে একদল পর্যটকের ভয়াবহ দুঃস্বপ্নের যাত্রা তুলে ধরা হয়েছে। ভূমিকম্পের পর শুধু ধস নয়, মানবিক বিপর্যয়ের ভয়াবহতাও দেখানো হয়েছে এতে।
৪. দ্য কোয়াক (The Quake) – ২০১৮
নরওয়ের আলোচিত চলচ্চিত্র ‘দ্য ওয়েভ’-এর সিক্যুয়েল এই ছবি। একজন ভূতাত্ত্বিক অসলো শহরে আসন্ন ভূমিকম্পের সতর্কবার্তা দিলেও কেউ তা গুরুত্ব দেয় না। অবশেষে বিপর্যয় নেমে এলে পরিবারকে বাঁচাতে শুরু হয় তার লড়াই। উত্তেজনাপূর্ণ দৃশ্য এবং পারিবারিক বন্ধনের গল্প ছবিটিকে আরও বাস্তব করে তোলে।
৫. আর্থকোয়েক (Earthquake) – ১৯৭৪
ক্লাসিক এই সিনেমায় দেখানো হয়েছে লস অ্যাঞ্জেলেসে ৯.৯ মাত্রার এক কাল্পনিক ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ। বিভিন্ন চরিত্রের ব্যক্তিগত সংগ্রাম ও বেঁচে থাকার লড়াই চলচ্চিত্রটিকে স্মরণীয় করে রেখেছে। বিশেষ ইফেক্টের ব্যবহারে ছবিটি সেই সময়েই ব্যাপক সাড়া ফেলে।





