নাসিরনগরের বিভিন্ন স্থানে বজ্রপাতে শিশু মহিলাসহ নিহত ৩, আহত ২

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া)
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ১১ মে ২০২৫ | আপডেট: ১২:৫৫ অপরাহ্ন, ১১ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১১ মে  বিকেলে নাসিরনগরে বজ্রপাতে ০৩ ব্যাক্তি নিহত ও ২ ব্যাক্তি আহত হওয়ার  খবর পাওয়া গেছে ।

নিহত ব্যাক্তিরা হচ্ছেন গোকর্ন  ইউনিয়নের গোকর্ন গ্রামের অলি মিয়ার ভগ্নিপতি  শামছুল হক (৬৫), চাতলপাড় ইউনিয়নের  কচুয়া গ্রামের আলমগীর মিয়ার মেয়ে জাকিয়া খাতুন (৮) এবং সরাইল উপজেলার চানপুর গ্রামের মৃত জয়েদ আলীর পুত্র আব্দুর রাজ্জাক(৩৫)। 

আরও পড়ুন: শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত, লোকসানের মুখে ব্যবসায়ীরা

আহত হয়েছেন নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামের মুক্তো মিয়ার ছেলে রিয়াদ মিয়া (১৭), চাতলপাড় ইউনিয়নের খাগালিয়া গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী হামিদা বেগম (৪৫)।  

আব্দুর রাজ্জাক ও হামিদা বেগমকে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আব্দুর রাজ্জাককে মৃত ঘোষনা করেন এবং হামিদা বেগমকে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। নিহত ও  আহতরা সবাই খোলা জায়গায় ধান কাটা ও ধান-খড় প্রক্রিয়ার কাজ করছিল।

আরও পড়ুন: জিম্মি করে মুক্তিপন আদয়ের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৫

নাসিরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান পুতুল রানী দাস, গোকর্ন ইউনিয়নের চেয়ারম্যান শাহিন আহন্মেদ ও দুর্গাপুরের মেম্বার তারু মিয়া মৃত্যু ও আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।