গজারিয়ায় অবৈধ বালুমহলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

Sadek Ali
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ন, ২২ মে ২০২৫ | আপডেট: ৮:০২ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবৈধ বালুমহাল বন্ধে মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দেশীয় পিস্তল, গুলি, ছুরি-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। 

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন জানায় অভিযানে ৮ জন ব্যক্তিসহ বালু বহনকারী ৩ টি বাল্কহেড ও ৩ টি ড্রেজার আটক করা হয়েছে। এ সময় একটি ড্রেজার তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭ টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮৬৬ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টির অজুহাতে সেতু নির্মাণ কাজ বন্ধ, লাপাত্তা ঠিকাদার

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম বলেন, অবৈধ বালুমহাল গজারিয়াতে বড় একটি সমস্যা। আসার পর থেকে চেষ্টা করে যাচ্ছি অবৈধ বালুমহাল বন্ধ করতে। তার ধারাবাহিকতায় এই অভিযান। অভিযানে আটক বাল্কহেড ও বাল্কহেড শ্রমিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। আটক ড্রেজার, অস্ত্র এবং ছুরি উদ্ধার হওয়ার ঘটনায় নিয়মিত মামলা হবে।

অভিযানের নেতৃত্বে দেওয়া গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ বলেন, গজারিয়া উপজেলার মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন, নৌ-পথে ডাকাতিসহ নানা অপরাধের তথ্য পাচ্ছিলাম আমরা। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত দশটার দিকে মেঘনা নদীর গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালাই আমরা। অভিযানে ৮ জন ব্যক্তিসহ ৩ টি বাল্কহেড ও ৩ টি ড্রেজার আটক করা হয়। একটি ড্রেজার তল্লাশি করে ১ টি দেশীয় তৈরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭ টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮৬৬ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আসামির স্থলে ছবি প্রকাশে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

বিষয়টি সম্পর্কে কোস্টগার্ডের লেফটেন্যান্ট বি.এম. তানজিমুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার ভোর পর্যন্ত আমাদের অভিযান চলমান ছিল। কয়েকজন সন্ত্রাসী আমাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। অবৈধ বালু উত্তোলনকারীদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো।