দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানী পশুর হাট

দিনাজপুরের শেষ মুহূর্তে কুরবানীর পশুর হাট জমে উঠেছে। হাট গুলিতে পা ফেলার জায়গা নেই। গিজগিজ করছে মানুষ আর মানুষ। যে যার মত সামর্থ্য অনুযায়ী কুরবানীর পশুটি কিনে নিচ্ছেন।
সবচেয়ে বেশি কুরবানির পশু বিক্রি হচ্ছে মিডিয়াম সাইজের গরু। বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ হাজারের মধ্যে। আর বড় গরু বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত। তবে বড় গরুর বিক্রি তুলনামূলক কম। আর ছোট সাইজের গরু দাম ৬০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
এদিকে দিনাজপুরে চাহিদা মিটিয়ে গরুর পাইকাররা দিনাজপুরের বিভিন্ন হাট থেকে গরু কিনে নিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় যাচ্ছেন। নিরাপত্তার জন্য গরুর হাট গুলিতে সেনাবাহিনী টহল দিচ্ছেন।
দিনাজপুর প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলা চাহিদা রয়েছে ৬৯ হাজার ৮৬৫ টি গরু -মহিষ ভেড়া । আর জেলায় উৎপাদন রয়েছে, ৪ লাখ ৫৯ হাজার ৯১ এই গরু মহিষ ভেড়া। অতিরিক্ত ১ লাখ ৩৬ হাজার ১২৬ টি গরু মহিষ ভেড়া দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। দিনাজপুর জেলা খামারী রয়েছে ৬২ হাজার ১০৮ জন। দিনাজপুর সদরসহ ১৩ উপজেলায় ৬৮ টি স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে। মহিষের সংখ্যা রয়েছে ৫৭৭ টি। খাসির সংখ্যা রয়েছে ২ লাখ ২০ হাজার ৭৮৬ টি। এছাড়াও ভেড়ার সংখ্যা রয়েছে ২০হাজার ৫৪৯ টি। হাট গুলিতে প্রাণিসম্পদ কার্যালয় তদারকি করছেন। কেউ যেন রোগাক্রান্ত পশু বিক্রি করতে না পারেন। রয়েছে নকল টাকা শনাক্তের ব্যবস্থা। সবকিছু মিলিয়ে দিনাজপুর জেলার শেষ মুহূর্তে কুরবানীর পশুর হাট জমে উঠেছে।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১