কিশোরগঞ্জে নিকলীতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ৩ জন আটক
কিশোরগঞ্জের নিকলীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিক্তিতে বুধবার (৪ জুন) রাতে উপজেলার নিকলী নতুন বাজারের সংলগ্ন টিক্কলহাটি ইমরানের মুদির দোকানের সামনে এই অভিযান পরিচালনা করে করিমগঞ্জের টহলরত সেনাবাহিনীর টিম ও নিকলী পুলিশ।
থানা পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে সন্ধ্যা ৭ টা হতে রাত ১০ টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টাব্যাপী মাদকের আস্তানায় অভিযানটি পরিচালিত হয়।
আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের মাথার খুলি খুলে রাখা হয়েছে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে , অভিযান শুরু হওয়ার আগেই মাদক ব্যবসায় জড়িত তিনজন মরহম আলী (৫০) পিতা মৃত মোহাম্মদ ফকির,রানা (৫০) পিতা মৃত আজিজুর রহমান ও কফিল উদ্দিন (৫০) পিতা মৃত শান্ত মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়।
গোপনীয় সংবাদের ভিক্তিতে তল্লাশি চালিয়ে ৮৫০ গ্রাম গাজা জব্দ করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় শীতকালীন পিঠা বিক্রির ধুম
নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।যৌথ অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও আলামত হিসেবে নিকলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো বলেন, “এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ‘র ৩৬ ধারায় থানায় মামলা রজু হয়েছে।





