ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, সেতুতে টোল আদায়ে রেকর্ড

সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে উত্তরের পথে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া থেমে থেমে যানজট আজ সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রী ও চালকেরা।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৮টি যানবাহন সেতু পারাপার হয়েছে। যা থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। সেতু তৈরির পর এটিই সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ, চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই ঘণ্টার রাস্তা পার হতে সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বিকল ও দুর্ঘটনার ফলে এই ভোগান্তি। অন্যদিকে, যমুনা সেতুর ধারণক্ষমতা কম থাকায় স্বাভাবিকভাবে গাড়ি পারাপারে সময় বেশি লাগছে। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়িগুলোকে ভূঞাপুর দিয়ে ঘুরিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের
অন্যদিকে, মহাসড়কে যানজট নিরসনে পালাক্রমে প্রায় ৬ শতাধিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বপালন করছে।