মৌলভীবাজারে ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ন, ১০ জুন ২০২৫ | আপডেট: ৮:৪০ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা শাখার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) জেলার একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।

জেলা শিবির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক মহসিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিবের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য ছাত্রশিবিরের এ উদ্যোগ প্রশংসনীয়। দেশের সকল সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত। 

তিনি আরও বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে শুধু প্রকৃতিই নয়, মানুষের স্বাস্থ্য এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও উপকার হবে। আল্লাহর রহমতে এসব উদ্যোগ আমাদের রক্ষা করবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শাহীন মাহমুদ, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমদ খান এবং জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী। এ ছাড়াও জেলা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

সভাপতির বক্তব্যে নিজাম উদ্দিন জানান, জেলাব্যাপী প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।