গৌরীপু‌রে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খুন, আটক এক

Sanchoy Biswas
শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ)
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৫ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মন‌সিং‌হের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বির দুর্বৃত্তের ছু‌রিকঘা‌তে খুন হ‌য়ে‌ছেন।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দি‌কে সোনাকা‌ন্দি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে কাপাসিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

হুমায়ুন ক‌বির সোনাকা‌ন্দি গ্রা‌মের আব্দুল কাইয়ুমের ছে‌লে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সোনাকা‌ন্দি গ্রা‌মের বাদল ও রা‌শেদ নামের দুই যুবক পাছার বাজা‌রে এক‌টি চা‌য়ের দোকানে দীর্ঘদিন ধ‌রে বাকিতে চা খায়। চা দোকানির বকেয়া টাকা প‌রিশোধ না করায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বিরের কা‌ছে তি‌নি না‌লিশ ক‌রেন। প‌রে হুমায়ুন ক‌বির অভিযুক্ত বাদল ও রা‌শেদকে ডে‌কে নি‌য়ে চা দোকানির টাকা প‌রি‌শোধ কর‌তে চাপ প্রয়োগ ক‌রেন। এ ঘটনার জের ধ‌রেই শুক্রবার সন্ধ‌্যায় সোনাকা‌ন্দি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সাম‌নে হুমায়ুন কবিরের পথ‌রোধ ক‌রে বাদল ও রাশেদ ছুরিকাঘাত ক‌রে।

আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে: প্রেস সচিব

প‌রে স্থানীয়রা আহত অবস্থায় হুমায়ুন ক‌বির‌কে গৌরীপুর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সোনাকা‌ন্দি গ্রা‌মের কয়েকটি বাড়িতে আগুন দি‌য়ে‌ছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ‌মো. দিদারুল আলম জানান, এ ঘটনায় স‌ন্দেহভাজন একজনকে আটক করা হ‌য়ে‌ছে। নিহতের মরদেহ ময়নাতদ‌ন্তের জন্য ময়মন‌সিংহ মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌চ্ছে।