কাপাসিয়ায় বাস চাপায় মা ও শিশু সন্তানসহ নিহত ৩

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ন, ১৭ জুন ২০২৫ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বাস চাপায় মা ও শিশু সন্তানসহ তিন সিএনজি চালিত রিকশার যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর এলাকায় ১৭ জুন মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর যাত্রীবাহী অনন্যা ক্লাসিক পরিবহনের বাসটি দ্রুত পালিয়ে যায় এবং সিএনজিচালিত রিকশাটির চালক আলমগীর হোসেন পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত রিকশা গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল তিনটার দিকে সেটি কাপাসিয়া সদরের জামিরারচর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (চট্রো. মেট্রো ব—১১—১০৯৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী তৌহিদুল (২৫) এবং শিশু শায়ান (৪) মারা যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় শায়ানের মা রত্না আক্তারকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। পরে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহত তৌহিদুল কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে। আর রত্না আক্তার ও শিশু শায়ান একই উপজেলার কমলবুক গ্রামের তানভীর আহমদের স্ত্রী ও ছেলে। সিএনজির অপর যাত্রী নিহত তৌহিদুলের বাবা আবুল কালাম (৫৫) মা তাছলিমা বেগম (৪৫) ও বোন সুবর্ণা আক্তার (২৫)ও এ সময় গুরুতর আহত হন। 

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।