কাশিয়ানীতে পোড়ানো হলো ৫ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল

দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫ লক্ষাধিক টাকার অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার সিংগা ও হাতিয়াড়া জলাশয়ে অভিযান চালিয়ে মোট ১৪৭টি জাল জব্দ করা হয়।
বুধবার (২৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সিংগা ও হাতিয়ারার বিল থেকে ১৪৭টি জাল জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
অভিযান পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান। এসময় গ্রাম পুলিশ, আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এসব অবৈধ জাল উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান বলেন, আমরা ১৪৭টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা। ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুসরণ করে দেশীয় মাছ রক্ষার্থে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, এ ধরনের অবৈধ জাল ব্যবহারে মৎস্য সম্পদ ধ্বংস হয়। দেশীয় মাছ রক্ষার জন্য এবং মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।