৩১ দফার আলোকে সাম্য, ন্যায় ও নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা হবে: ব্রিগেডিয়ার (অব.) শামস

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ২৬ জুন ২০২৫ | আপডেট: ৫:৩১ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নান্দাইলে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শপথ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম সূর্য।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ময়মনসিংহের নান্দাইলের ৭ নং মুসল্লী ইউনিয়নের এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন।   

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিনি বলেন, ৩১ দফার আলোকে দেশের প্রতিটি নাগরিক বর্ণ-ধর্ম, দল-মত নির্বিশেষে— সমান অধিকার এবং রাষ্ট্রের সেবাসমূহ পাওয়ার নিশ্চয়তা পাবে। তিনি বলেন প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও বিনামূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, বিজ্ঞানভিত্তিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহায়তা এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাতা ও সুরক্ষা ও নারী ও সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। 

ব্রিগেডিয়ার জেনারেল শামস বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যিনি আজকের চরম সংকটে অধিষ্ঠিত করে রেখেছেন, সেই ব্যক্তি হলেন তারেক রহমান। তার নেতৃত্ব এবং রাষ্ট্রের স্বাধীনতা ও অখণ্ডতা— এক অপরের পরিপূরক। তিনি দৃপ্তকণ্ঠে বলেন, “যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, তবে তারেক রহমানকে নেতৃত্বে আনতেই হবে।”

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

সমাবেশে ব্রিগেডিয়ার জেনারেল  শামস আরও বলেন, মাদক, সন্ত্রাস এবং বৈষম্যের বিরুদ্ধে একটি জাতীয় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটি কেবল আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ নয়; এটি প্রতিটি পরিবারের, প্রতিটি শিক্ষক-অভিভাবকের, এবং সচেতন নাগরিকের দায়িত্ব।

নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে দলীয় প্রভাবমুক্ত। শিক্ষক ও শিক্ষার্থীদের চিন্তা-ভাবনা, মত প্রকাশ এবং গবেষণার স্বাধীনতা নিশ্চিত করা হবে। একইসাথে পাঠ্যক্রম হবে সময়োপযোগী, দেশপ্রেম ও প্রযুক্তিজ্ঞান সমন্বিত।

ব্রিগেডিয়ার জেনারেল শামস বলেন, ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি রোডম্যাপ। এটি একটি নতুন বাংলাদেশের অঙ্গীকার—যেখানে থাকবে না দলীয় শোষণ, থাকবে না অন্যায়-বৈষম্য; থাকবে একমাত্র ন্যায়, সাম্য এবং মর্যাদা।

সমাবেশে নান্দাইলের সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায়— এবং সে পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত জাতীয়তাবাদী শক্তি।

উক্ত কর্মী সমাবেশে বিএনপি নেতা জামাল উদ্দিন ভূঁইয়া  সভাপতিত্বে ও চান মিয়া পাঠান তানিম সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, বিএনপি নেতা বাবু পল্লব রায়, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লব, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, জেলা যুবদলের সদস্য মামুন জোয়ারদার, যুবদল নেতা মারুফ হাসান সহ প্রমুখ।

এসময় উক্ত কর্মী সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।