মাদকবিরোধী দিবসে ৪৬ বিজিবির নানা কর্মসূচি

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া (মৌলভীবাজার)
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ২৬ জুন ২০২৫ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবসটি উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বার্তা সম্বলিত লিফলেট বিতরণ, প্রধান গেট এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এ ছাড়াও ব্যাটালিয়নের আওতাধীন কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী প্রতিটি কোম্পানি ও বিওপিতে স্থানীয় জনগণের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পাবলিক হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া। তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সীমান্তে মাদক চোরাচালান রোধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাবে বিজিবি।