সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ ও জরিমানা

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ন, ৩০ জুন ২০২৫ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রায় আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে সাভার নামাবাজারে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। 

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সাভার নামাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠান থেকে  ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে প্রায় আড়াই হাজার কেজি পলিথিন।

পরবর্তীতে এসব প্রতিষ্ঠানগুলো একই অপরাধ করলে আবারও অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এসময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়সহ সাভার মডেল থানা পুলিশ ও র‍্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।