কাপাসিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

গাজীপুরের কাপাসিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় দেশি জাতের বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা, বীজ, সার এবং বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ১ জুলাই, মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে তালের চারা ও বেড়া বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার বসাকের সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া আক্তার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমুখ।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
এর আগে বিভিন্ন পর্যায়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের আমন ধানের বীজ ও সার, ৪০০ জন কৃষকের মাঝে ৫টি করে মোট ২ হাজার নারিকেলের চারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮০০ নারিকেলের চারা, ২০০ কৃষকের মাঝে ৫টি করে লেবু চারা ও জৈব সার, বিভিন্ন প্রতিষ্ঠানে ৩০০টি তালের চারা, ২০০ জন কৃষকের মাঝে বিভিন্ন সবজি বীজ ও সার, ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন করে মোট ২ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে নিম, বেল, কাঁঠাল ও জামের চারা এবং ১৩০ জন কৃষকের মাঝে ৫টি করে মোট ৬৫০টি আম চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।