কাপাসিয়া উপজেলা খাদ্যবান্ধব কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে খাদ্যবান্ধব কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ মহিবুর রহমান বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। পরে উপস্থিত সকলে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আরও পড়ুন: যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নের ১৯ হাজার ২২০টি নির্ধারিত কার্ডের সাথে সম্প্রতি অতিরিক্ত ২০০টি কার্ড সমন্বয় করা হয়েছে। এরমধ্যে ইতিপূর্বে মৃত্যু এবং স্থান পরিবর্তনসহ বিভিন্ন কারণে ২৮ জন সুবিধা ভোগীর কার্ড স্থগিত রয়েছে। কার্ডধারীরা জনপ্রতি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন বলে সভায় জানানো হয়।
এসময় 'খাদ্যবান্ধব কর্মসূচি' কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ইকবাল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা প্রমুখ।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিএমএসএফের মানববন্ধন
উল্লেখ্য, জাতীয় বাজেটের ২০২৫-২০২৬ অর্থবছরে খাদ্যবান্ধব কর্মসূচিতে যুক্ত হয়েছে আরও ৫ লাখ পরিবার। এই কর্মসূচির মেয়াদ আগামী অর্থবছরে ৬ মাসে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বর্তমানে সহায়তা প্রাপ্ত ৫০ লাখ পরিবারের অতিরিক্ত আরও ৫ লাখ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।