ফার্মগেটে বোমা বিস্ফোরণ

কিল-ঘুষি খেয়েও সন্দেহভাজনকে ধরলেন যুবদল নেতা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৭ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে ব্যস্ততম সড়কের ওপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওভারব্রিজের নিচে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর জনতার সহায়তায় এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

ওসি জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেল থেকে আরোহী সড়কে দুটি বোমা নিক্ষেপ করে। মুহূর্তেই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে মোটরসাইকেলচালক ও নিক্ষেপকারী কাওরানবাজারের দিকে পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এস. এন. তরুণ দে

এ সময় ঢাকা মহানগর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুল রাজ শাওন ব্যাটারিচালিত রিকশায় করে মোটরসাইকেলটিকে অনুসরণ করেন। কাওরানবাজার ট্রাফিক সিগন্যাল পয়েন্টে যানজটে মোটরসাইকেল থেমে গেলে শাওন পেছনের সিটে থাকা আরোহীকে জাপটে ধরেন। এতে ওই ব্যক্তি শাওনকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায়। তবে শাওন মোটরসাইকেলচালককে ধরে পুলিশে দেন।

পুলিশ মোটরসাইকেল চালকের ব্যাগ তল্লাশি করে বোমা তৈরির জন্য ব্যবহারযোগ্য বিস্ফোরক দ্রব্য, কয়েকটি খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করে। তাকে আটক করে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: ইয়াসের খান চৌধুরী