দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে আক্তারুজ্জামান (৫০) ও আলম হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে গবাদি পশুর জন্য বিদ্যুতিক মেশিনে বিচুলি কাটছিলেন আক্তারুজ্জামান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। তার ভাই আলম হোসেন তাকে বাঁচতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।