দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

Sanchoy Biswas
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ৬:১১ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বড়ইতলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

নিহতরা হলেন- আলমপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো. জীবন (২০) ও মেঘাই গ্রামের বাসিন্দা সোহেল রানা (৪২)। আহত রেজাউল করিম (৪৫) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, জীবন প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। পথিমধ্যে বড়ইতলি বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর মোটরসাইকেলের আরোহী সোহেল রানা ও রেজাউল করিমকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানার মৃত্যু হয়।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম  বলেন, এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে মারা যাওয়া শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বগুড়ায় যিনি মারা গেছেন তার মরদেহ সেখান থেকে হস্তান্তর করার ব্যবস্থা নেওয়া হবে।