‘এক কিডনির গ্রাম’: দালালদের ফাঁদে পড়ে কিডনি বিক্রি করছেন দরিদ্র বাংলাদেশিরা

জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনি গ্রামে দারিদ্র্য ও দালালদের প্রলোভনে পড়ে বহু মানুষ ভারতে কিডনি বিক্রি করেছেন। এলাকাটি এখন পরিচিত ‘এক কিডনির গ্রাম’ নামে। গবেষণায় জানা গেছে, সেখানে প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্কের একজন কিডনি বিক্রি করেছেন।
৪৫ বছর বয়সী সফিরুদ্দিন ২০২৪ সালে ভারতে একজন অজানা ব্যক্তির কাছে কিডনি বিক্রি করেন সাড়ে ৩ লাখ টাকায়। পরিবারকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু এখন ভুগছেন শারীরিক জটিলতায় ও অনুতাপে। দালাল চক্র তার জন্য তৈরি করে ভুয়া পরিচয়পত্র, আত্মীয়তার নকল প্রমাণ ও ভুয়া মেডিকেল কাগজ।
আরও পড়ুন: শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত, লোকসানের মুখে ব্যবসায়ীরা
ভারতে কেবল আত্মীয়দের মধ্যে কিডনি প্রতিস্থাপন বৈধ হলেও দালালরা নিয়ম ভেঙে জাল কাগজ তৈরি করে প্রতিস্থাপন করায়। অনেক হাসপাতালও এতে যুক্ত। অপারেশনের পর অনেক বিক্রেতা চিকিৎসা বা সম্পূর্ণ অর্থও পান না।
বিশেষজ্ঞরা বলছেন, এই চক্র বন্ধ করতে হলে সুশৃঙ্খল অঙ্গদান ব্যবস্থা গড়ে তোলা ও দুই দেশের আইনি সমন্বয় জরুরি।
আরও পড়ুন: জিম্মি করে মুক্তিপন আদয়ের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৫