কুলাউড়ায় বর্জ্য অপসারণে পৌরসভা ব্যবসায়ীদের সভা

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের মার্কেট ও দোকানপাটের বর্জ্য অপসারণ বিষয়ে পৌরসভা ও ব্যবসায়ীদের মধ্যে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভায় শহরের বিভিন্ন মার্কেট মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত থেকে বর্জ্য ব্যবস্থাপনা এবং শহরের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে নিয়মিত বর্জ্য অপসারণে উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিদিন সকাল ১০টায় পৌরসভার দুটি ছোট ভ্যানগাড়ির মাধ্যমে বিভিন্ন মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য অপসারণ করা হবে। এ কাজে নিয়োজিত ভ্যানচালকদের মাসিক বেতন প্রদানের লক্ষ্যে মার্কেট মালিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পৌরসভাকে নিয়মিত আর্থিক অনুদান দিয়ে সহায়তা করবে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল জামাল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, পৌর জামায়াত সভাপতি রুহুল আমিন রইয়ব, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল, বিশিষ্ট ব্যবসায়ী মো. শেলুর রহমান, সাংবাদিক ময়নুল হক পবন ও নাজমুল বারী সোহেলসহ সাবেক পৌর কাউন্সিলররা।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের