নরসিংদীতে নারী অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ১০:২৬ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় এক নারীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী ওই নারী থানায় উপস্থিত হয়ে ইমাম হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

শনিবার (১২ জুলাই) সকালে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ আটক ৩

শুক্রবার রাত ১১টায় রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার মৃত আব্দুস সুবান মিয়ার ছেলে ইমাম হোসেন দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওই নারীকে বিভিন্ন সময়ে উত্তপ্ত করে আসছিল। গত শুক্রবার রাত ১১টার দিকে ভুক্তভোগী নারী উপজেলার রাধাগঞ্জ বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। বাজারের রিক্সা পট্টি এলাকায় পৌঁছানে আগে থেকে উৎপেতে থাকা ইমাম ও তার সহযোগীরা পথরোধ করে ভুক্তভোগী নারীকে সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টা করেন। এতে দুইজনের মধ্যে ধস্তাধস্তি হলে ভুক্তভোগী নারীকে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে শ্লীলতাহানি করে এবং পড়নের কাপড় টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলে। এসময় ওই নারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারী পালিয়ে যায়।

আরও পড়ুন: ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

ভুক্তভোগী নারী বলেন, ইমাম হোসেনের সাথে দুই বছর আগে আমার বিবাহ হয়। তার সাথে বনিবনা না হওয়ায় পারিবারিক ভাবে তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই সে আমাকে নানা ভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এসব কারণে তার বিরুদ্ধে জিডি সহ একাধিক মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সে ও তার সহযোগীদের নিয়ে আমাকে অপহরণ করতে চেয়েছিল। 

এ বিষয়ে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ চন্দ্র ঘোষ বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত শেষে পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।