পুলিশ পরিচয়ে খাদ্য পরিদর্শককে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৩০ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি তাকে অপহরণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় পথচারীরা মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওতে অপহরণকারীদের সাদা পোশাকে ও হাতকড়া ব্যবহার করতে দেখা যায়। অপহরণের পর তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় দায়েরকৃত অভিযোগে জানান, মো. রেজা ও বাবু মণ্ডল নামে দুই ব্যক্তি এবং আরও তিনজন মিলে তার স্বামীকে পুলিশ পরিচয়ে অপহরণ করে। তারা ট্রলারে উঠিয়ে মারধর করতে করতে ট্রলার জেলখানা ঘাটের দিকে নিয়ে যায়।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একাধিক ইউনিট অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় অপহরণকারীরা আতঙ্কিত হয়ে তাকে খুলনার একটি বিদ্যালয় মাঠে ফেলে রেখে যায়। পরে তেরখাদা থানার পুলিশের সহায়তায় রাত সাড়ে ১২টায় সুশান্ত কুমারকে উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের পেছনে পুরোনো আর্থিক বিরোধ থাকতে পারে। অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

উল্লেখ্য, সুশান্ত কুমার মজুমদার খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাটে খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।